ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পূজা শিশুশিল্পী নয়, নায়িকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
পূজা শিশুশিল্পী নয়, নায়িকা পূজা চেরী, ছবি: সংগৃহীত

স্বপ্নের নতুন সিঁড়িতে পা রেখেছে মেয়েটি। ‘শিশুশিল্পী’ তকমা ঘুচে নায়িকা হিসেবে আবির্ভাব ঘটতে যাচ্ছে। যেনতেন ছবি নয়, দেশের নামজাদা প্রযোজনা প্রতিষ্ঠানের নায়িকা হয়ে আসছেন পূজা চেরী।

নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রের চেনা মুখ পূজা। শিশুশিল্পী হিসেবে তিন ক্ষেত্রেই তার উপস্থিতি বেশ ঊজ্জ্বল।

জেএসসি পাশ করেছেন এক বছর হলো। এরই মধ্যে পূর্ণ নায়িকা হিসেবে আত্মপ্রকাশের খবরে উচ্ছ্বসিত পূজা নিজেও।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের জন্মদিনের পার্টিতে সুখবরটি দেওয়া হয়। ‘পোড়ামন’ ছবির দ্বিতীয় কিস্তিতে নায়িকা হচ্ছেন পূজা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিলো ২০১৩ সালের ১৪ জুন। সাইমন-মাহি অভিনীত ব্যবসা সফল এ ছবিটি মুক্তির চার বছর পর ‘পোড়ামন টু’ নির্মাণের ঘোষণা এসেছে।  

গত ১৬ মার্চ ছবিটির ঘরোয়া মহরত অনুষ্ঠানে জানানো হয় দ্বিতীয় কিস্তিতে সাইমন-মাহির বদলে থাকছেন একজোড়া ভিন্নমুখ। তারা হলেন পূজা ও রোশান। ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

পূজা নায়িকা হওয়ার প্রথম ছবিটিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে। ছবির গল্পে তুলে ধরা হবে গ্রামীন পটভূমির একজোড়া তরুন-তরুনীর প্রেমগাঁথা ও বিরহ। ছবিটির জন্য গান তৈরি করছেন দেশের সেরা সংগীত পরিচালকেরা।  এ মাসেই দৃশ্যধারণ শুরু হচ্ছে ‘পোড়ামন টু’-এর।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।