ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন কমল হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
অল্পের জন্য প্রাণে বাঁচলেন কমল হাসান কমল হাসান (ছবি: সংগৃহীত)

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন কমল হাসান। শুক্রবার (৭ এপ্রিল) মধ্যরাতে চেন্নাইতে দক্ষিণের জনপ্রিয় অভিনেতার বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। সেসময় বাড়িতেই ছিলেন তিনি। তবে কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচে যান।

বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ার করে টুইটারে তিনি লিখেছেন, ‘চেন্নাইয়ের আলওয়ারপেটের বাড়িতে যখন আগুন লাগে, তখন বাড়ির চারতলায় ছিলাম। কর্মীদের তৎপরতাতেই প্রাণে বেঁচে গিয়েছি।

কর্মীদের সাহায্যেই নিরাপদে নীচে নেমে আসা সম্ভব হয়েছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ’

কমল হাসানের টুইটের পরেই উদ্বিগ্ন ভক্তরা তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। ভক্তদের আশ্বস্ত করে তিনি আরও জানান, ‘আমি সুস্থই আছি। আমার প্রতি ভালবাসা এবং উদ্বেগ প্রকাশের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ’

কমল হাসান এখন ব্যস্ত ‘বিশ্বরূপম টু’ ও ‘শাবাশ নাইডু’ ছবি দু’টি নিয়ে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।