ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাফিনকে ব্যঙ্গ করে গালি খাচ্ছেন ফুয়াদ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
শাফিনকে ব্যঙ্গ করে গালি খাচ্ছেন ফুয়াদ (ভিডিও) শাফিন আহমেদ ও ফুয়াদ, ছবি: সংগৃহীত

ঘটনার সূত্রপাত করেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। মাইলস ব্যান্ডের গায়ক শাফিন আহমেদকে উদ্দেশ্য করে একটি স্ন্যাপচ্যাট প্রকাশ করেছিলেন তিনি। এর জবাব দিয়েছেন শাফিন। এদিকে শাফিনের ভক্তরা ‘আপত্তিকর’ স্ন্যাপচ্যাটের জের ধরে গালগাল করছেন ফুয়াদকে।

‘হ্যালো আমি শ্যাফ বলছি, শাফিন আহমেদ। তোমরা যখন লুঙ্গি পরো তখন আমি জার্মানি থেকে লেদার প্যান্ট নিয়ে এসেছি বাংলাদেশে প্রথম আমার জন্য।

না হলে তোমরা এখন লুঙ্গি পরে গামছা বেঁধে, হারমোনিয়াম-তবলা নিয়ে ঘনসংগীত (গণসংগীত) করতে’— শাফিন আহমেদের কণ্ঠ নকল করে ফুয়াদ এমন কথার ভিডিও (স্ন্যাপচ্যাট) ছাড়লে বিতর্কের শুরু হয়। অনেকের মতে, ফুয়াদ কিছুদিন ধরে প্রবাসে বসে নানারকম তীর্যক-ব্যঙ্গ করে নতুন করে ‘আলোচনা’য় আসতে চাইছেন। এটিও তেমনই একটি কাজ।

রক তারকা শাফিন আহমেদের কণ্ঠ নকল করে ৬ এপ্রিল প্রকাশিত সেলফি ভিডিওতে শাফিনের কণ্ঠে আরও বলেন, ‘…বুঝতে হবে আমাদের অবদান। ব্যান্ড সংগীত কী সেটা আমি বুঝেয়িছি। রক দিয়েছি, টপ দিয়েছে, আধুনিক দিয়েছি। তোমাদের ফ্যাশন আমি শিখিয়েছি, বেজ গিটারের সঙ্গে কীভাবে রুমাল বাঁধতে হয় আমি শিখিয়েছি। ’

এখানেই থামেননি ফুয়াদ, মাইলস ব্যান্ডের অন্যতম তিন সদস্য হামিন আহমেদ, মানাম আহমেদ ও জুয়েল সম্পর্কেও কথা বলতে ছাড়েননি ফুয়াদ। তিনি বলেছেন, ‘আমি মানামকে কিবোর্ড বাজানো শিখিয়েছি। আমি আসার আগে মানাম হারমোনিয়াম বাজাতো। আমি জুয়েলকে গিটার বাজানো শিখিয়েছি। ইভেন আমি হামিমকে হামিং দেওয়া শিখিয়েছি আমার গানের সঙ্গে!’

ফুয়াদ আরও বলেছেন, ‘বুঝতে হবে লিজেন্ড অনলি ওয়ান খান, অ্যান্ড দ্যাট ইজ শাফিন খান (আহমেদ)। তোমরা যখন ‘নিঃস্ব’ ছিলে তখন শাফিন তোমাদের সব দিয়ে দিয়েছে আর ‘শেষ বিকেলের আলোয়’ ‘ধিকি ধিকি’ করে দিয়েছে। মানুষকে লিজেন্ড বলার আগে ভেবে চিন্তে বলবে। …আই শাফিন ইজ অনলি লিজেন্ড! তাই যা বলছি মন দিয়ে শোনো, যখন স্টেজে গান করবে তখন, একবার টুপি খুলে শাফিনকে সালাম দিয়ে গান করবে। ’

ফুয়াদের বর্তমান ফেসবুক কভার ছবিএই ভিডিওর জবাব দিয়েছেন শাফিন আহমেদ। শুক্রবার (৭ এপ্রিল) রাতে শাফিন আহমেদ ফুয়াদের উদ্দেশ্যে একটি পাল্টা ভিডিও বার্তা পোস্ট করেন ফেসবুকে। এখানে তিনি বলেন, ‘আমি এ ভিডিও বার্তাটি দিচ্ছি ফুয়াদের জন্য। আমি তাকে ট্যালেন্টড মনে করেছি। কিন্তু মাথা নষ্ট হয়ে গেলে তো কিছু হবে না। মাথা ঠিক রাখতে হবে। ফুয়াদের থেকে আমি রিসেন্ট একটা ভিডিও দেখলাম, আমাকে নিয়ে জোক করছে। হাও ফুলিশ! ইউ পিকড অন মি টু জোক উইথ? ইউ পিকড অন মি  টু ফান উইথ? ইউ পিকড রং পারসন! কিন্তু তোমাকে আমার কাছে মাফ চাইতে হবে। ’

ক্ষুব্ধ শাফিন আরও বলেন, ‘হু ইজ লিজেন্ড? তারপরও বলি বাংলাদেশের মিউজিক সিনে মানুষ একজনকেই লিজেন্ড হিসেবে ভাবে। তাহলে কে হতে পারে সেই লিজেন্ড? হু? ভাবো। আমি বলব না। তোমাকে ভাবতে হবে। আমার ভক্তরা আমাকে বলছেন, শাফিন ভাই, মাফ করে দেন। যা করেছে, করেছে। আমার ম্যাচিয়র্ড ভক্তদের রিকোয়েস্ট রেখে আমি তোমাকে মাফ করে দিলাম। তবে ইগনোর করতে পারব না। এই বিষয়টি মিনিমাম একমাস আমাকে বিরক্ত করবে। জেনে রেখো, আই অ্যাম দ্য গ্রেটেস্ট। দ্যাট এভার কেম। ওকে মিস্টার ফুয়াদ? তুমি যদি বাংলাদেশে আসার কথা চিন্তা করো, তার আগে দু’একবার ভেবে দেখো। ’

অন্যদিকে এরপর ফেসবুকে ফুয়াদ একাধিক পোস্টে একটি বিষয় তুলে ধরছেন। তার মতে, শাফিনের ভক্তরা তার ‘বাপ মা’ তুলে গালাগাল করছেন। এ কারণে শাফিনের ‘অ্যাপলজি’ হচ্ছে কি-না ফুয়াদ প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে বিষয়টি ‘বিরক্তিকর’ হয়ে উঠেছে বলে মনে করছেন সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, এটি দু’জনেরই নতুন একটি গানের প্রচারণার অংশ। গানটির নাম ‘লিজেন্ড’। ফুয়াদের কম্পোজিশনে গেয়েছেন শাফিন।  

* ফুয়াদ যা বলেছেন: 

 

* শাফিন আহমেদের জবাব: 

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।