ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কপিলকে বাদ দিয়ে সুনীলের নতুন শো আনছে সনি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
কপিলকে বাদ দিয়ে সুনীলের নতুন শো আনছে সনি! সুনীল গ্রোভার ও কপিল শর্মা (ছবি: সংগৃহীত)

‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ করে এবার সুনীল গ্রোভারের নতুন শো আনার পরিকল্পনা করছে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেল।

জনপ্রিয় এই কমিডি শো-এর জন্য কপিলকে ১০৭ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হতো। কিন্তু চ্যানেলের একটি সূত্র জানান, কপিল ও সুনীলের সাম্প্রতিক ঝামেলার কুপ্রভাব পড়েছে শো-এর উপর।

দর্শকরা মুখ ফিরিয়ে নেওয়ায় হু হু করে নেমেছে টিআরপি। এ কারণে কপিল শর্মাকেই এখন বাদ দিতে চাইছে চ্যানেলটি। শোনা যাচ্ছে, কপিলের পরিবর্তে হয়তো সুনীল গ্রোভারের নিজস্ব শো আসতে পারে এই চ্যানেলে।

ওই সূত্রে আরও জানা যায়, ইতিমধ্যে কালার্স চ্যানেল কর্তৃপক্ষ সুনীলকে নতুন শো শুরু করার প্রস্তাব দিয়েছে। এই চ্যানেলেই প্রথমে শুরু হয়েছিল ‘কমেডি নাইটস উইথ কপিল’। কিন্তু চ্যানেলের সঙ্গে পারিশ্রমিক নিয়ে ঝামেলা হওয়ায় কালার্স ছেড়ে সোনিতে নিজের শো শুরু করেছিলেন কপিল।

তবে, সুনীল এখনও কোনও চ্যানেলের প্রস্তাবেই সম্মতি দেননি। এদিকে সুনীলকে হাতছাড়া করতে নারাজ সোনি কর্তৃপক্ষও। ফলে হয়তো খুব শিগগিরই আবার ফিরতে পারেন ডক্টর মসুর গুলাটি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।