ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এই বৈশাখে সেই লালন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
এই বৈশাখে সেই লালন লালন ব্যান্ডের সদস্যরা (ছবি: সংগৃহীত)

লালন ফকিরের গান ও বানী প্রাণে ধারণ করে কয়েক তরুন মিলে তৈরি করেছিলেন ব্যান্ড লালন। ২০০১ সালের পহেলা বৈশাখে আত্মপ্রকাশ তাদের। ভিন্ন গায়কীর কারণে অল্পদিনেই শ্রোতাদের আকৃষ্ট করে দলটি। ভাঙা-গড়ার মধ্য দিয়ে চললেও থেমে যায়নি তারা।

দীর্ঘদিন হলো নতুন গানে নেই লালন। তবে নিয়মিত মঞ্চ মাতাচ্ছে তারা।

সবশেষ দলটি ৭ মার্চ আর্মি স্টেডিয়ামে জয়বাংলা কনসার্টে সংগীত পরিবেশন করেছে।  

এবার পহেলা বৈশাখ উপলক্ষে লালন অংশ নিতে যাচ্ছে একটি রেডিও পরিবেশনায়। নববর্ষের প্রথমদিন (১৪ এপ্রিল) দলটি সরাসরি গান শোনাবে স্পাইস এফএমে (৯৬.৪)। রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে তাদের পরিবেশনা। এ সময় লালন-এর সদস্যদের সঙ্গে আড্ডা দেবেন আরজে তাজ (ওরফে ট্যাজ!)।  

লালন ব্যান্ডের বর্তমান লাইনআপ— সুমী (ভোকাল), তিতি (ড্রামস), তূর্য (বেজ), রাজু (গিটার) ও রাফি (গিটার)।  

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।