ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাবিবের বিপরীতে এবার মিথিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
হাবিবের বিপরীতে এবার মিথিলা মিথিলা ও হাবিব ওয়াহিদ, ছবি: সংগৃহীত

পিয়া বিপাশা, তানজিন তিশার পর এবার হাবিব ওয়াহিদ জুটি বাঁধছেন মিথিলার সঙ্গে। জনপ্রিয় এই দুই তারকাকে পাওয়া যাবে একটি মিউজিক ভিডিওতে। যথারীতি এর শিল্পী হাবিব। 

বাংলানিউজের সঙ্গে আলাপে নির্মাতা তানিম রহমান অংশু জানান,  ‘ঘুম’ শিরোনামের গানটির দৃশ্যধারণ চলছে কক্সবাজারে। রোববার (৯ এপ্রিল) কাজ শেষ করে ঢাকায় ফিরবেন তারা।

সংগীতার ব্যানারে পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হবে হাবিব-মিথিলা জুটির ‘ঘুম’।  

হাবিব ওয়াহিদের সংগীতে জুলির গাওয়া ‘ময়না গো’ শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন অভিনেত্রী, গায়িকা ও মডেল মিথিলা। এটি ১৩ বছর আগের কথা। আবারও তিনি মিউজিক ভিডিওতে ফিরলেন হাবিবের গানে।  

এদিকে নববর্ষ উপলক্ষে মিথিলাকে পাওয়া নিজের গাওয়া গানে। নিজের অভিনীত টেলিছবিতে গেয়েছেন তিনি। ‘ঠিকানা’ টেলিছবির শিরোনাম গানটিতে তার সহশিল্পী তাহসিন। মিথিলা ও অপূর্বকে নিয়ে টেলিছবিটি তৈরি করেছেন মিজানুর রহমান আরিয়ান। চ্যানেল নয়, সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে এটি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।