ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমিরের মুখোমুখি রজনী, সঙ্গে অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
আমিরের মুখোমুখি রজনী, সঙ্গে অক্ষয় ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘০.২’ ছবির পোস্টার

দিওয়ালিতে মুক্তি পাবে আমির খান প্রযোজিত ছবি ‘সিক্রেট সুপারস্টার’। একইসঙ্গে মুক্তি পাবে রজনীকান্তর ‘২.০’। বক্স অফিসে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন দুই সুপারস্টার রজনী ও আমির। এ ক্ষেত্রে রজনীর পাল্লা একটু ভারিই, কারণ তার ছবিতে আছেন আরেক বলিউড তারকা অক্ষয় কুমার।

সম্প্রতি বাণিজ্য গবেষক তরণ আদর্শ বিষয়টি নিশ্চিত করে টুইটারে জানান, ‘আগস্টে বক্স অফিসে মুখোমুখি হবে শাহরুখ খান ও আমির খান। আবার দিওয়ালিতে রজনীকান্ত ও আমির।

‘সিক্রেট সুপারস্টার’-এ রকস্টার চরিত্রে অভিনয় করবেন মিস্টার পারফেকশনিস্ট। এ ছাড়া ‘রোবট’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি করা হচ্ছে ‘২.০’। এতে রজনীকান্তের পাশাপাশি আরও আছেন অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।