ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার সহকারি পরিচালকের সঙ্গে প্রেম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
এবার সহকারি পরিচালকের সঙ্গে প্রেম! পরিণীতি চোপড়া

সবসময় পরিচালকদের প্রেমে পড়েন তিনি। এর আগে ‘লেডিস ভার্সেস রিকি ভেল’ ও ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবির পরিচালক মনীশ শর্মার প্রেমে পড়েছিলেন পরিণীতি চোপড়া। সে সম্পর্ক ভেঙেও গিয়েছে। আবার না-কি প্রেমে পড়েছেন তিনি। এবারও তার প্রেমিক এক সহকারী পরিচালক!

সম্প্রতি মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে পরিণীতি ও তার নতুন প্রেমিককে। এর আগে মনীশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ‘কফি উইথ করণ’-এ প্রশ্ন করা হলে পরি বলেছিলেন, “আমাদের ডেটিং নিয়ে প্রচুর গুজব ছিলো।

আমার মনে হয়, এখন আর সে সব গুজব নেই। নতুন গুজব হলো, আমি না-কি সম্পর্ক ভাঙার পর খুব ভেঙে পড়েছি। ”

‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিণীতি চোপড়া। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আয়ুশমান খুরানা। আগামী ১২ মে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।