ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মায়ের জন্মদিনে ছেলের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
মায়ের জন্মদিনে ছেলের শুভেচ্ছা ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন। পুরো নাম জয়া ভাদুরি বচ্চন। ১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের ‘মহানগর’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন বর্ষীয়ান এই অভিনেত্রী। এরপর অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি।

তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘গুড্ডি’, ‘উপহার’, ‘কৌশিশ’, ‘কোরা কাগজ’, ‘জাঞ্জির’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘শোলে’, ‘সিলসিলা’ প্রমুখ।

৯ এপ্রিল ছিলো বর্ষীয়ান এই অভিনেত্রীর ৬৮তম জন্মদিন।

এদিকে মাকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বচ্চন টুইটারে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা। যা কিছুই বলি না কেনো কিন্তু এটি কখনও বোঝাতে পারবো না যে, তুমি আমার জন্য কতোটা মূল্যবান। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।