ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘চমক’ নিয়ে টিভি লাইভে অপু বিশ্বাস 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
‘চমক’ নিয়ে টিভি লাইভে অপু বিশ্বাস  অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

বিকেল ৪টায় (১০ এপ্রিল) অপেক্ষার অবসান ঘটাবেন আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংবাদ ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি কথা বলবেন তিনি। ধারণা করা হচ্ছে, অপু বিশ্বাস-শাকিব খান সম্পর্কিত বেশ কিছু ‘সত্য’ বেরিয়ে আসবে এবার।

শাকিব খানের সঙ্গে অপুর কী সম্পর্ক, তাদের আদৌ বিয়ে হয়েছে কি-না, সন্তান জন্মদান, কেন আঁড়ালে ছিলেন— এসব রহস্যের জট খুলবেন অপু। বাংলানিউজের সঙ্গে আলাপে অপু জানান, তিনি চ্যানেলটির উদ্দেশে রওয়ানা হয়েছেন।

শোনা যাচ্ছে, টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানের পর অপু যেতে পারেন এফডিসিতে। সেখানে সংবাদ সম্মেলন করবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।