ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হরর ছবিতে মিথুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
হরর ছবিতে মিথুন চক্রবর্তী মিথুন চক্রবর্তী (ছবি: সংগৃহীত)

পর্দা কাঁপাতে খুব শিগগিরই মুক্তি পাবে রাম গোপাল ভার্মা পরিচালিত ‘সরকার’ ছবির তৃতীয় কিস্তি ‘সরকার থ্রি’। আর এরই মধ্যে নিজের পরবর্তী ছবির ঘোষণা দিলেন রাম। ভৌতিক ছবি নির্মাণ করার পরিকল্পনা করেছেন জনপ্রিয় এই পরিচালক। যাতে প্রধান চরিত্রে পাওয়া যাবে মিথুন চক্রবর্তীকে।

সম্প্রতি বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে রামের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন মিথুন। আর সেখানেই হরর ছবিটি নিয়ে মিথুনের সঙ্গে আলোচনা করেন রাম।

তবে এ বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষনা দেননি কেউ।

রাম গোপাল ভার্মার পরিচালিত ‘সরকার থ্রি’ মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি। পরপর দু’বার পিছিয়ে দেওয়া হয়েছে এর মুক্তির তারিখ। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তার পাশাপাশি আরও রয়েছেন জ্যাকি শ্রফ, ইয়ামি গৌতম, মনোজ বাজপেয়ি, রোনিত রয় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।