ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কোলে শিশু সন্তান নিয়ে হাজির অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
কোলে শিশু সন্তান নিয়ে হাজির অপু বিশ্বাস ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অপু বিশ্বাস কোলে শিশু সন্তান নিয়ে হাজির হয়েছেন সংবাদভিত্তিক চ্যানেল নিউজ ২৪-এ। কিছুক্ষণের মধ্যে লাইভে কথা বলবেন তিনি। আগেই বলা হয়েছে, দীর্ঘদিন আঁড়ালে থাকা অপু চিত্রনায়ক শাকিব খান সম্পর্কে নতুন কিছু তথ্য দেবেন।  

সোমবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় একটি লাল গাড়িতে করে নিউজ ২৪-এর সামনে আসেন অপু। এ সময় নিজের কোলে ৭-৮ মাস বয়সী একজন শিশু সন্তান ছিলো।

ধারনা করা হচ্ছে, এই সন্তানকে নিয়েই লাইভে আসছেন অপু।

ছবি: রাজীন চৌধুরি-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএর আগে অপুর সঙ্গে কথা বলে তার দীর্ঘদিনের লালিত ‘ক্ষোভ’-এর আঁচ পাওয়া গেলো। এর পুরোটাই যে শাকিবের বিরুদ্ধে সেটা সাংবাদিকরাও জানেন। বিভিন্ন সময়ে অপু-শাকিবের বিয়ের গুঞ্জন, সন্তান জন্মদানের খবর এসেছে গণমাধ্যমে। এবার সে ব্যাপারেও জানা যাবে। অপু সব ধরনের প্রস্তুতি নিয়েই লাইভে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।