ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমি শাকিব খানের সন্তানের মা: অপু বিশ্বাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আমি শাকিব খানের সন্তানের মা: অপু বিশ্বাস আমি শাকিব খানের সন্তানের মা

ঢাকা: নিজেকে শাকিব খানের সন্তানের মা বলে দাবি করলেন দীর্ঘদিন আড়ালে থাকা বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের বিয়ে হয় দাবি করে তিনি বলেন, শাকিব খানের চাপেই এতদিন বিয়ের খবর গোপন করেছিলেন তিনি।

এর আগে সোমবার (১০ এপ্রিল) অনেকটা আকস্মিকভাবেই বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরে উপস্থিত হয়ে সরাসরি অনুষ্ঠানে (লাইভ) শাকিব খানের সঙ্গে তার বিয়ে, সন্তানের জন্ম সহ আরও অন্যান্য বিষয়ে কথা বলেন অপু বিশ্বাস।
 
এ সময় নিজের সঙ্গে থাকা পুত্র সন্তানকে শাকিব খানের ঔরসজাত সন্তান দাবি করে অপু বিশ্বাস বলেন, তার সন্তানকে যেন বাবার স্নেহ থেকে বঞ্চিত না করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।