ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘শাকিব আমাকে ছোট করে দিয়েছে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
‘শাকিব আমাকে ছোট করে দিয়েছে’ অপু বিশ্বাস ও তার সন্তান

‘শাকিব আমাকে ছোট করে দিয়েছে। আমি সব সময় চেয়েছি ওর ভালো হোক। এ কারণে বিয়ে ও সন্তানের খবর গোপন করেছি। কিন্তু ও আমার মর্যাদা রাখেনি’। নিউজ ২৪-এর লাইভে (১০ এপ্রিল) বিকেলে এমন কথা বলেন অপু বিশ্বাস।

অপু জানান, শাকিব-অপুর সন্তান আব্রাহাম। পিতা হিসেবে শাকিব খান দায়িত্ব নেননি।

কেবল টাকা পয়সা দিয়েই তিনি দায়িত্ব শেষ করেছেন।

অপু আরও জানান, তিনি এখনও চান শাকিবের ভালো হোক।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও

আমি শাকিব খানের সন্তানের মা: অপু বিশ্বাস
শাকিবের গ্রাম থেকে আসে বিয়ের কাজি
‘আমার ছেলের দ্বারা যেন কোনো মেয়ে প্রতারিত না হয়’
অপুর কান্নার কী জবাব দেবেন শাকিব?
সন্তান জন্মের সময় অপুর পাশে ছিলেন না শাকিব
শাকিব-অপুর সন্তানের নাম আব্রাহাম খান জয়
বুবলীকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না অপু
দেখুন অপু বিশ্বাসের লাইভের ধারণকৃত ভিডিও
শাকিব খান ধর্ষণকারীর চেয়েও খারাপ
মর্যাদা পেতে লড়ছেন অপু
২০ বছর পর শাকিব পুত্রে নায়ক দেখছেন দেবাশীষ!
অপুর দায়িত্ব নেবেন না শাকিব
২০০৮ সালে শাকিবের সঙ্গে বিয়ে হয়: ছেলে নিয়ে লাইভে অপু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।