ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২০ বছর পর শাকিব পুত্রে নায়ক দেখছেন দেবাশীষ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
২০ বছর পর শাকিব পুত্রে নায়ক দেখছেন দেবাশীষ! শাকিব-অপু ও তাদের ছেলে

ঢাকা: নায়ক শাকিবের স্ত্রী নায়িকা অপু বিশ্বাস, তাদের ঘরে রয়েছে আট মাসের ছেলে সন্তানও। এমন তথ্য বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই ধ্বনি ‘শাকিব-শাকিব, অপু-অপু’।

নানাজনের নানা মন্তব্য। অনেকে খুশি, অনেকে শাকিবের নিন্দায় ভরপুর স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আবার কেউ কেউ আবেগ নিয়ে লিখছেন ‘কী কিউট বাবুটা’!

সোমবার (১০ এপ্রিল) বিকেলে এই তথ্য সংবাদমাধ্যমে আসার পর চলিচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস লিখেছেন ভিন্নধর্মী লেখা।

তিনি তার ফেসবুক পাতায় লিখেছেন, ২০ বছর পর আমার সিনেমার নায়কের নাম আব্রাহাম খান জয়!

কে জানে হয়ত বাংলার কিং খান বাবা এবং মা জনপ্রিয় নায়িকা অপুর মতো ছেলেও একদিন চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় হবে! তখন হয়ত ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’ খ্যাত নির্মাতা দেবাশীষ চাইবেন আব্রাহাম খানকেই!

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।