ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপুর চোখের জলে ডুবুডুবু শাকিবের ক্যারিয়ার

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
অপুর চোখের জলে ডুবুডুবু শাকিবের ক্যারিয়ার ছবি: সংগৃহীত

নিজের ছবির চিত্রনাট্য নিজের মতো করে গুছিয়ে নেন কিংখানখ্যাত নায়ক শাকিব খান। এর ফলে ভক্তরা তার কাছে পান সর্বোচ্চ ভালো অভিনয়, পান বাহবা। জীবনের চিত্রনাট্য কারো মর্জি মতো হয় না, শাকিব হয়তো এমনটাই ভাবছেন!

দীর্ঘদিনের ‘গোপন স্ত্রী’ ও ‘সন্তান’ এভাবে জনসমক্ষে চলে আসবে, ফাঁস করে দেবে সবকিছু— এমনটা ভাবতেই পারেননি ক্যারিয়ারের তুঙ্গে থাকা শাকিব খান। স্বপ্নেও ভাবেননি যে, নরম কোমল মনের নায়িকা অপু বিশ্বাস স্ত্রীর অধিকার আদায়ে এতোটা কঠোর হতে পারবেন, সন্তান কোলে নিয়ে টিভি লাইভে কাঁদবেন, ভক্তদের কাঁদাবেন।

 

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, শাকিব খান সম্পর্কে এতোদিনের ধারনা বদলে গেছে। ভক্তরাও হয়তো এটা মেনে নিতে পারবেন না। যে জুটির ছবি মানে হিট তকমা, তাদের মধ্যেই এই দুরত্বের কারণ যে শাকিব, সেটা বুঝতেও বাকি নেই কারোর। যে কোনো বিবেকবান মানুষই মনে করবেন যে, এই প্রেম-ভালোবাসার গল্পে শাকিবের ভূমিকা বেশ প্রশ্নবিদ্ধ।  

এদিকে ১০ এপ্রিল অপুর লাইভ প্রচারের পরপরই শাকিবের বক্তব্য ‘স্বীকৃতি না পাওয়া’ স্ত্রীর বিরুদ্ধে গেলো। শাকিব সন্তান আব্রাহামের দায়িত্ব নেবেন কিন্তু অপুর নয়। যে অপু শাকিবকে বিয়ে করে অপু ইসলাম খান হয়েছেন, বিয়ে ও সন্তানের কথা গোপন রেখেছিলেন নায়কের ক্যারিয়ার বাঁচাতে, সেই নায়ক অপুকে কী উপহার দিলেন? একরাশ হতাশা? অনিশ্চিত ভবিষ্যৎ? অবুঝ সন্তান বুকে নিয়ে একা এক মায়ের হাহাকার?

অপু বলেছেন যে, তিনি আর ধৈর্য্য ধরতে পারছিলেন না। তাই সব ফাঁস করেছেন। যার ক্যারিয়ার বাঁচানোর যুদ্ধ করেছিলেন অপু, তারই কান্নার জলে এখন ডুবুডুবু শাকিবের ক্যারিয়ার। এই বুঝি হয়, হতে হয়।  

ব্যক্তিজীবনে শাকিবের স্বেচ্ছাচারিতার খবর শুনেছেন অনেকেই। অপু নিজেও নিগ্রহের কথা স্বীকার করেছেন। পুরুষতান্ত্রিক সমাজে অপু ‘নির্যাতিত’ নারীরই প্রতিচ্ছবি। শাকিবকে ভালোবেসে কী পেলেন তিনি?  

কলকাতার হোটেল ওবেরয়ের চত্ত্বরে শাকিব খান।  ছবিটি ৩১ মার্চ তোলা বিতর্কিত ব্যক্তিজীবন যে কোনো তারকার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। এ তালিকায় যুক্ত হয়েছেন শাকিব খান। জনপ্রিয়তার শীর্ষে বসে থাকা শাকিবের অর্ধেকের চেয়ে বেশি ভক্ত অপু বিশ্বাসেরও ভক্ত। জুটি হিসেবে তাদের জনপ্রিয়তা ঈর্ষণীয়। সেই জুটি ভেঙ্গে, অনেকের প্রিয় নায়িকা অপুর মন ভেঙে, ভক্তদের হতাশ করে শাকিব একা কতোদুর এগোবেন?

দেশের ছবির স্বার্থ রক্ষায় শাকিব একদিন রাজপথে নেমেছিলেন। সেই তিনি এখন পুরোপুরি কলকাতামুখী। দেশের ছবির সংখ্যা কমিয়ে কলকাতাতেই থাকছেন অধিকাংশ সময়। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে চুক্তি হয়েছে তার। আলোচিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রবেশে করছে শাকিবের হাত ধরে। শাকিব নিজের স্বার্থ রক্ষা করে যৌথ প্রযোজনার ছবি করবেন এটা স্বাভাবিক, সেখানে দেশ, দেশের সংস্কৃতি কতোটা প্রাধান্য পাচ্ছে? দেশ, স্ত্রী ও সন্তান নিয়ে ভাববার অবকাশ পাবেন শাকিব, সে দিনটি কী খুব দুরে?

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।