ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপুর বাসায় সাংবাদিকের ভিড়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
অপুর বাসায় সাংবাদিকের ভিড় অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

টেলিভিশন লাইভের পর কথা ছিলো এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হবেন অপু বিশ্বাস। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করে বাসায় চলে গেছেন তিনি। সাংবাদিকরাও নিয়েছেন তার পিছু।

সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নিউজ ২৪- সরাসরি কথা বলেছেন অপু। এখানে শাকিবের সঙ্গে বিয়ের কথা ফাঁস করেছেন।

বলেছেন একমাত্র সন্তান আব্রাহামের কথাও। সব মিলিয়ে শাকিব-অপুর সম্পর্কে চিড় ধরেছে, এমনটাই স্পষ্ট।  

এদিকে চ্যানেলের লাইভ প্রচার শেষ করেই অপু ছুট দেন নিকেতনের ২ নম্বর রোডের বাসার উদ্দেশে। এফডিসিতে অপেক্ষমান সাংবাদিকরা উপয়ান্তর না পেয়ে ছুটে গেছেন তার বাসায়। সেখানেই এখন কথা বলছেন অপু।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।