ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের কোলে আব্রাহাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
শাকিবের কোলে আব্রাহাম শাকিবের কোলে আব্রাহাম

ঢাকা: শাকিব খানের কোলে তারই সন্তান আব্রাহাম খান জয়— এমন চিত্রটাই স্বাভাবিক হওয়ার কথা ছিলো। কিন্তু এই দৃশ্যের সঙ্গে পরিচিত নন তার ভক্তরা। শাকিব-অপুর দ্বন্দ্ব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাকিব স্ত্রী হিসেবে অপুকে স্বীকার করছেন না।

এরই মধ্যে বাংলানিউজের কাছে একটি স্থিরচিত্র এলো। যেখানে দেখা যাচ্ছে আব্রাহামকে কোলে নিয়েছেন শাকিব খান।

এটি অবশ্যই কিছুদিন আগের স্থিরচিত্র। ঘরের আসবাবপত্র, দেয়াল দেখে বোঝা যাচ্ছে এটি নিকেতনে অবস্থিত অপুর বাসা।

টেলিভিশন লাইভে অপুর সাক্ষাৎকার প্রচার হওয়ার পর থেকে শাকিব খান অসংলগ্ন কথা বলছেন। ভক্তরা চাইছেন, এই ছবির মতো সুন্দর হোক বাবা-ছেলের সম্পর্ক, অপুকেও স্ত্রী হিসেবে মেনে নিক কিংখানখ্যাত শাকিব।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসও

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।