ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নজর কাড়লো ছোট্ট আব্রাহাম, স্থিরচিত্র ভাইরাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
নজর কাড়লো ছোট্ট আব্রাহাম, স্থিরচিত্র ভাইরাল শাকিব খান ও অপু বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়

অবুঝ-অবোধ দেবশিশুতুল্য ছয়মাস বয়সী আব্রাহাম খান জয়। তারকা দম্পতির সন্তান বলেই সবার আগ্রহ এখন ওর প্রতি। প্রতিকূল পরিস্থিতিতেও প্রথম দর্শনেই সবার নজর কেড়ে নিলো শিশুটি। সে জানেনা, মা-বাবার দ্বন্দ্বের কথা। সব মিলিয়ে মানুষের ভালোবাসা, সহানুভূতি ও আশীর্বাদে সিক্ত হচ্ছে আব্রাহাম।

আব্রাহামের বাবা-মা জনপ্রিয় নায়ক-নায়িকা শাকিব খান ও অপু বিশ্বাস। মিডিয়াতে ওর পরিচিতি আট দশটি তারকা সন্তানের মতো হলো না।

গর্ভধারিনী জানেন না ওর ভবিষ্যৎ। সময়টা একদমই অনুকূলে নেই তাদের। সন্তানকে স্বীকার করে নিলেও শাকিব অস্বীকার করছেন সন্তানের মাকে! এ অবস্থায় ফুটফুটে চেহারার আব্রাহামের প্রতি মায়া (পাবলিক সেন্টিমেন্ট) জেগে ওঠাই স্বাভাবিক।

প্রথমবারের মতো অপু বিশ্বাস সন্তান নিয়ে এসেছিলেন টিভি লাইভে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আব্রাহামের স্থিরচিত্র। এরপর অপু তার ভেরিফায়েড ফেসবুক পাতায় শেয়ার করেন সন্তানের ছবি। সেখান থেকে এটি ভাইরাল হয়। রাত ১২টা অবধি তিন হাজারের মতো মন্তব্য পড়েছে আব্রাহামের ছবিতে। আর শেয়ার করা হয়েছে প্রায় ৪০ হাজারটি।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসও

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।