ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব আসলেই সুপারস্টার: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
শাকিব আসলেই সুপারস্টার: অপু বিশ্বাস শাকিব খান ও অপু বিশ্বাস (ছবি: সংগৃহীত)

শাকিব মেনে নিয়েছেন স্ত্রী অপুকে— এমন খবর গণমাধ্যমের কাছে শুনেছেন অপু বিশ্বাস। তবে এ ব্যাপারে শাকিব নিজে তাকে কিছু জানাননি। বাংলানিউজের সঙ্গে আলাপে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এমনটাই বলেছেন অপু বিশ্বাস।

জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘শাকিবের বক্তব্য আমাকে ফোনে শুনিয়েছেন এক সাংবাদিক। সেখানে তিনি আমাকে মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন।

জবাবে আমি প্রতিক্রিয়া জানিয়েছি। ’

অপু বলেন, ‘একজন স্বামী তার স্ত্রী ও সন্তানের কাছে থাকবেন এটা তো সুখবর। আমি মনে করি, শাকিব সুপারস্টার ছিলেন, আজ আবার নিজেকে সেটাই প্রমাণ করলেন। ’

এখন পর্যন্ত শাকিব ফিরে যাননি অপুর কাছে। কিংবা ফোনেও কথা বলেননি প্রিয়তমা স্ত্রীর সঙ্গে। ভক্তরা অপেক্ষায় আছেন আব্রাহামকে কোলে নিয়ে দু’জনকে আবার একসঙ্গে দেখবেন বলে। শাকিব-অপুর জীবনের সিনেমায় হ্যাপি এন্ডিং চাইছেন সবাই।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।