ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লাইভে কী বলবেন কিংখান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
লাইভে কী বলবেন কিংখান? শাকিব খান, ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলন নয়, সরাসরি টিভি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন কিংখানখ্যাত নায়ক শাকিব খান। অপুর পথ ধরে একটি টিভি অনুষ্ঠানে চলমান বিতর্কের ব্যাপারে বিস্তারিত কথা বলবেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির সরাসরি সম্প্রচারভিত্তিক অনুষ্ঠান ‘আজকের বাংলাদেশ’-এ থাকছেন তিনি। এটি প্রচার হবে মঙ্গলবার (১১ এপ্রিল)  রাত ১০টায়।

ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে অপুর সঙ্গে সম্পর্ক, সন্তান আব্রাহাম ও চলমান বিতর্কের ব্যাপারে কথা বলবেন শাকিব।  

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক রবিন শামস খবরটি নিশ্চিত করে জানান, ‘আজকের বাংলাদেশ’-এ শুধু শাকিব খানই অতিথি হিসেবে থাকছেন। সঞ্চালনা করবেন খালেদ মুহিউদ্দীন।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে অপু বিশ্বাসের বক্তব্য গণমাধ্যমে আসার পর তীব্র সমালোচনার মুখে পড়েন শাকিব। অবশেষে স্ত্রী হিসেবে এই নায়িকাকে মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। লাইভে এসবের বাইরেও নতুন তথ্য দিতে পারেন শাকিব।

শাকিব খানের একটি বিশ্বস্ত সূত্র বলছে, গত দু’দিনে শাকিব খানের বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ হয়েছে। টিভি লাইভে শাকিব এর বাইরে এমন কিছু বলবেন, যা কেউ শোনেননি।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।