ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপু অফকোর্স আমার ওয়াইফ: শাকিব খান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
অপু অফকোর্স আমার ওয়াইফ: শাকিব খান লাইভে কথা বলছেন শাকিব খান

ঢাকা: ‘অপু অফকোর্স আমার ওয়াইফ।’ চিত্রনায়িকা অপু বিশ্বাসের স্ত্রী পরিচয় দাবির প্রেক্ষিতে এ কথা বলেছেন ঢালিউড কিং শাকিব খান।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে বেসরকারি একটি টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে (লাইভ) এসে তিনি এ কথা বলেন।

শাকিব বলেন, ‘অপু অফকোর্স আমার ওয়াইফ।

ছেলেও (আব্রাহাম খান জয়) আমার। স্ত্রীও আমার। আমার ছেলে তো আর অবৈধ নয়। সন্তানের মা হিসেবে তার অবস্থানটা অনেক ওপরে। ’

কিন্তু বিয়ের কথা গোপন রাখার ব্যাপারে অপুর ওপর চাপ বা তার সন্তানের জন্য অর্থ দেওয়া ছাড়া কোনো দায়িত্ব পালন না করার অভিযোগের বিষয়ে শাকিব বলেন, ‘তার অভিযোগের ভিত্তি নেই। একটি পক্ষ তাকে ব্যবহার করেছে। ’

শাকিব খান দাবি করেন, ‘অপুকে কেউ ভুল বোঝাচ্ছে। আর এ কারণেই তাদের মাঝে ভুল বোঝাবুঝি আরও বাড়ছে। ’

সোমবার (১০ এপ্রিল) বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের লাইভে এসে অপু বিশ্বাস দাবি করেন, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তাকে উপেক্ষা করছেন শাকিব। অভিযোগ তোলেন শাকিব খানের ঔরসজাত সন্তানের মর্যাদা না পাওয়ারও।  

এসবের প্রেক্ষিতে শাকিব সোমবার তাৎক্ষণিক জানান, আব্রাহাম খান জয় তার ছেলে। তিনি তার দায়িত্ব নেবেন। কিন্তু অপুর নয়। তবে মঙ্গলবার সে অবস্থান থেকে সরে এসে তিনি অপুকে স্ত্রী হিসেবে স্বীকার করেন। এসব নিয়েই মঙ্গলবার রাতে ফের লাইভে কথা বলেন ঢালিউড কিং।

অপুর সংবাদ সম্মেলনের বিষয়ে শাকিব বলেন, ‘পারিবারিক ঝামেলার কারণে এমন হয়েছে। আমি চাইনি আমার ছেলের প্রেজেন্টশন হোক। বিকজ আই লাভ মাই সন । মাশল্লাহ, আমার ছেলে দেখতেও সুন্দর হয়েছে। ‘
 
ট্র্যাপে (ফাঁদ) পড়ে অপু এমন কাজ (লাইভে আসা) করেছেন বলে দাবি শাকিবের। তিনি বলেন, ‘আমার যে বর্তমান অবস্থান। তাতে ফিল করি, পেছনে অদৃশ্য অশুভ শক্তি রয়েছে। কাজ করছে পজিশন কিভাবে নষ্ট করা যায়। আর সে কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। তবে, কাছের মানুষ দিয়ে সুযোগ নেবে তা বুঝিনি। ’

‘ভারতে আমি জনপ্রিয়তা পেয়ে গেছি। বাংলাদেশ-ভারতের চলমান যৌথ প্রযোজনার চলচ্চিত্রের সাফল্য এবং সম্প্রতি মুক্তি পাওয়া ‘শিকারী’ চলচ্চিত্রের সাফল্যে ইর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে এ কাজ করছে। ’ অভিযোগ করেন শাকিব খান।

সম্পর্ক গোপন রাখার বিষয়ে অপুর ক্যারিয়ার বাঁচানোর কৌশল ছিল দাবি করে শাকিব বলেন, ‘সম্পর্কের বিষয়টি গোপন রাখার পেছনে অপু বিশ্বাসের ক্যারিয়ারই মুখ্য ছিল। ’

‘কালকের ঘটনা একটা সিনেমাকে কেন্দ্র করে হয়েছে। অপু বিশ্বাস ট্র্যাপে পড়ে যে কাজটি করে ফেলেছেন, এটা ছিলো তার বোকামি, ইমোশনাল হয়ে করেছেন। এ কাজটি তার করা উচিত হয়নি। এ কারণেই শাকিব-অপুকে দর্শক আর একসঙ্গে দেখতে পাবে না। কেননা, সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে, আমি যেটা দেখিনি, হাজব্যান্ড-ওয়াইফের অনস্ক্রিন রোমান্স কখনো তারা পছন্দ করে না, একসঙ্গে কাস্টিং হয় না। ’

আনুষ্ঠানিক পরিচয়ের জন্য অপু এমন কাজ করেছেন কিনা- অনুষ্ঠান উপস্থাপকের পক্ষ থেকে জানতে চাওয়া হলে শাকিব খান বলেন, ‘সন্তানের আনু্ষ্ঠানিক পরিচয় দরকার সেটা আমাকে বলতে পারতো। সে আনুষ্ঠানিক পরিচয়ের জন্য আসেনি। কোরবানি ঈদে তার সঙ্গে আমার কাজ করার কথা ছিল। হঠাৎ জেদ ধরলো রোজার ঈদে সে সিনেমা করতে চায়। রোজার ঈদে তার সিনেমা করতে হবে কেন?’

প্ল্যান করেই সন্তান নিয়েছেন জানিয়ে ঢালিউডের এই জনপ্রিয় নায়ক বলেন, ‘সন্তান প্ল্যান করেই হয়েছে। ভাবছিলাম সন্তান হওয়ার জন্য অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেবো। কারণ যেন কেউ দেখতে না পায়, এর সঙ্গে ক্যারিয়ার জড়িত। কিন্তু কলকাতায় হলো। সেসময় সেখানে আমার ছবি চলছিল, প্রচারণা হচ্ছিল। ছবিতে প্রভাব পড়তে পারে, এ কারণে যেতে পারিনি। কিন্তু আমার কাজিনদের মাধ্যমে খোঁজ রেখেছি। ’

শাকিবের সঙ্গে ফেসবুকে বুবলীর ‘ফ্যামিলি টাইম’ শীর্ষক ছবি আপলোডের দিকে ইঙ্গিত করে অপু বিশ্বাস লাইভে একপ্রকারের অভিযোগ করেন। এদিকেই ইঙ্গিত করে উপস্থাপকের পক্ষ থেকে বলা হয়, বুবলীর প্রতি আপনার এক্সট্রা কোনো কেয়ার আছে কিনা। জবাবে শাকিব বলেন, ‘বুবলী নতুন এসেছে। সিনেমা জগতে আসার পর তার দু’টি সিনেমাই হিট হয়েছে। গান কোটি ভক্ত দেখেছে। রংবাজ সিনেমায় তার আগে সাইন হয়েছে। অফকোর্স, প্রযোজক তাকে চেয়েছে। ’

অপুকে নিয়ে তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে শাকিব বলেন, ‘অনেক ছিল। এখন ভবিষ্যতের ওপর ছেড়ে দেই। কিন্তু দুর্ঘটনা যেটা, সেটা ঘটে গেছে, ভুল অপু করে ফেলেছে। মন থেকে মাফ করে দিয়েছি। আসলে টোটালটাই একটা ট্র্যাপ ছিল, গেম ছিল। ট্র্যাপ একজন সুপারস্টারকে নিয়েই হয়। এখন বদনাম একজন সুপারস্টারেরই হবে। ’

শাকিব খান বলেন, ‘একটা জিনিস আমার সিনিয়ররাও বলছেন, সামনে ঈদ আছে, আমাকে মানসিক আঘাত দিলে আমার চলচ্চিত্রের ব্যবসা খারাপ হবে। এই ট্র্যাপ-গেমটা সাজানো হয়েছে। ’

অনুষ্ঠান চলাকালে ফোনকলে সংযুক্ত হওয়া অপু চিত্রনায়িকা বুবলীর দেওয়া স্ট্যাটাসের বিষয়ে জানতে চান। জবাবে শাকিব বলেন, ‘কাল থেকে তো অনেক স্ট্যাটাস দিচ্ছে সবাই। বুবলীর কথা উঠেছে বলে বুবলীও দিয়েছে। এফডিসিতে বুবলীর সঙ্গে অপুই সিনক্রিয়েট করেছে। আর বুবলীকে প্রযোজকরাই চাইছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, ব্যাকগ্রাউন্ড ভালো। তার ছবিও হিট, তাকে নেওয়া অস্বাভাবিক কিছু নয়। ’

আর বুবলীর সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন শাকিব খান।  

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমসি/এইচএ/

আরও পড়ুন
** শাকিব কতোখানি মেনে নিয়েছেন অপুকে?
** অপু এতো সুন্দর করে কথা বলতে পারে না
** অপু সংসার করতে চায় না
** এটা ট্র্যাপ ছিলো, বদনাম একজন সুপারস্টারেরই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।