ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই বেগমে গলাগলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
দুই বেগমে গলাগলি ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালান (ছবি: সংগৃহীত

একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন দুই বেগমজান ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালান। আর এই অসাধারণ মুহূর্ত তৈরির নেপথ্যে ছিলেন ‘রাজকাহিনী’ ও ‘বেগমজান’-এর পরিচালক সৃজিত মুখার্জি।

সৃজিতের ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ হিসেবে নির্মাণ করা হয়েছে ‘বেগমজান’। ছবিটি প্রচারণার জন্য সোমবার (১০ এপ্রিল) কলকাতায় গিয়েছিলেন বিদ্যা।

আর সেখানেই দেখা হয়ে গেলো দুই বেগমের।

এ প্রসঙ্গে সৃজিত বলেন, ‘এটি একদম নতুন একটি অভিজ্ঞতা। আগে এমনটি হয়নি। বিদ্যা ও ঋতুপর্ণা শুটিংয়ের নানা বিষয় শেয়ার করেছেন একে অপরের সঙ্গে। ’

আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে ‘বেগমজান’। ছবিতে বিদ্যার পাশাপাশি আরও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, গওহর খান, ইলা অরুণ, পল্লবী শারদা ও রাজেশ শর্মা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।