ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিকাকে অ্যাপার্টমেন্ট ও গাড়ি উপহার দিলেন সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
প্রেমিকাকে অ্যাপার্টমেন্ট ও গাড়ি উপহার দিলেন সালমান! সালমান খান-লুলিয়া ভানটুর (ছবি: সংগৃহীত)

বড় মনের মানুষ সালমান খান। এ বিষয়ে কোন সন্দেহ নেই। এ কারণে ঘনিষ্ঠ বন্ধুদের উপহার দেওয়ার বেলায় কোনো কৃপণতা করেন না তিনি। শোনা যাচ্ছে, প্রেমিকা লুলিয়া ভানটুরকে একটি অ্যাপার্টমেন্ট ও গাড়ি উপহার দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।

নাগরিক না হওয়ায় ভারতে কোনো স্থাবর সম্পতি কিনতে পারছেন না লুলিয়া। এর ফলে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে তাকে।

এ কারণে রোমানিয়ান এই সুন্দরীকে একটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন সল্লু। তবে সেটি কোথায় তা এখনও জানা যায়নি। একটি গাড়িও উপহার দেওয়া হয়েছে তাকে।

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, সালমান খান-লুলিয়া ভানটুরের প্রেমের সম্পর্ক। কিন্তু বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি কেউ। এদিকে খান পরিবারের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে লুলিয়ার। তাইতো ক’দিন আগে সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মার ছেলে আহিল শর্মার প্রথম জন্মদিন উপলক্ষ্যে সকলের সঙ্গে মালদ্বীপ ঘুরে এসেছেন লুলিয়া।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।