ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার ‘ধাড়কান’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আবার ‘ধাড়কান’! ‘ধাড়কান’ ছবির পোস্টার

‘বাজিগর’, ‘দাস’, ‘পরদেশি বধূ’ ও ‘ধাড়কান’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন শিল্পা শেঠি। তাই এসব ছবিগুলোর মধ্য থেকে কোনটির রিমেক দেখতে চান এমনটাই প্রশ্ন করা হয়েছিলো বলিউডের এই অভিনেত্রীকে। সে সময় ‘ধাড়কান’-এর রিমেক তৈরির আভাস দেন শিল্পা।

এ প্রসঙ্গে শিল্পার ভাষ্য, “আমি কখনও তেমনভাবে চিন্তা করিনি। এ ছাড়া এটি সম্পূর্ণ নির্ভর করে পরিচালক ও প্রযোজকের ওপর।

তবে আমার মনে হয় ‘ধাড়কান’-এর রিমেক হতে পারে। ”

এদিকে, হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ‘ধাড়কান’-এর রিমেকে বলিউড অভিনেতা ফাওয়াদ খান ও সুরজ পাঞ্চোলিকে দেখা যেতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধাড়কান’-এ অভিনয় করেছিলেন সুনিল শেঠি, অক্ষয় কুমার ও শিল্পা শেঠি। ব্যাপক সাড়া ফেলেছিলো ছবিটি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।