ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেমসের পহেলা বৈশাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
জেমসের পহেলা বৈশাখ জেমস, ছবি: বাংলানিউজ

বিশেষ দিন মানেই বিশেষ গান, কনসার্ট। রকতারকা জেমসের ভক্তরা এভাবেই উৎসব পালন করছেন। বছরের পর বছর এই ধারাবাহিকতায় মঞ্চ পরিবেশনায় মুগ্ধতা ছড়াচ্ছেন জনপ্রিয় এই শিল্পী। এবারের পহেলা বৈশাখের দিনটিও সাজিয়েছেন সেভাবেই।

বাংলানিউজের সঙ্গে আলাপে জেমসের ব্যক্তিগত সহকারি রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, নগরবাউলখ্যাত জেমস পহেলা বৈশাখে বিশেষ দুটি কনসার্টে অংশ নেবেন। এবার ঢাকার বাইরে কোনো শো রাখা হয়নি।

দুটি কনসার্টই হবে ঢাকায়।  

আগামী ১৪ এপ্রিল দুপুর সোয়া দুইটায় জেমস গাইবেন রমনা পার্কে, মেট্রোপলিটন পুলিশ আয়োজিত কনসার্টে। এখানকার পরিবেশনা শেষ করে জেমস ছুটবেন কলাবাগান মাঠে। সেখানে তার পরিবেশনা শুরু হবে বিকেল ৫টা নাগাদ। এই কনসার্টের আয়োজক মোজো। তিনদিনব্যাপী এই কনসার্টে আরও গাইবেন মিলা, হৃদয় খান, ফিডব্যাক, শিরোনামহীন, ইনসাইড ইউ ও দাগ ব্যান্ড।   

এদিকে জেমসের নতুন একটি গান এখন আলোচনায়। ‘সত্তা’ ছবিতে বাপ্পা মজুমদারের সুরে গেয়েছেন তিনি। দ্বিতীয়বারের মতো জেমসের গান পাওয়া গেলো কিংখানখ্যাত শাকিব খানের অভিনয়ে। এর আগে ‘মাটির ঠিকানা’ ছবিতে জেমস-শাকিব জুটিকে পাওয়া গিয়েছিলো।  

* জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।