ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বেঙ্গালুরুতে আহত কোহলির পাশে আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বেঙ্গালুরুতে আহত কোহলির পাশে আনুশকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা

আবার একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন প্রেমিকজুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি জুটি। সম্প্রতি আহত প্রেমিককে দেখতে বেঙ্গালুরু গিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। আর সেখানেই তাদের ফ্রেমবন্দি করেন আলোকচিত্রীরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিরাট কোহলি। রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অধিনায়ক তিনি।

মঙ্গলবার (১১ এপ্রিল) গার্ডেন সিটিতে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন ভারতীয় এই ক্রিকেটার।

কয়েক বছরে ধরেই আনুশকা ও বিরাটের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। মাঝে তাদের বিচ্ছেদও হয়ে যায়। এরপর আবার কাছাকাছি আসেন তারা। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন বিরাট।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।