ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব কি সুপারস্টার?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
শাকিব কি সুপারস্টার? শাকিব খান, ছবি: সংগৃহীত

‘এক ঘণ্টার প্রোগ্রামে একটা লোক নিজেকে যতোবার সুপারস্টার বলেছে, স্বয়ং টম ক্রুজ এক যুগেও এতোবার বলে নাই’— জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে উদ্দেশ্য করে ফেসবুকে এমন স্ট্যাটাস লক্ষ করা যাচ্ছে। ১১ এপ্রিল রাতে একটি টেলিভিশন লাইভে কিংখান ‘বহুমুখী’ বক্তব্য দিয়েছেন। এর পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা, টিপ্পনী ও ট্রল।

‘শাকিব কি সুপারস্টার?’— এমন প্রশ্ন তুলছেন অনেকেই। তাদের মতে, সুপারস্টাররা কখনও শাকিবের মতো করে নিজেকে জাহির করেন না।

তিনি একজন নাম্বার ওয়ান নায়ক, এটা মেনে নিয়েই সমালোচকেরা জানাচ্ছেন, একঘণ্টার অনুষ্ঠানে এতোবার ( ১৪+ বার!) নিজেকে ‘সুপারস্টার’ বলার দরকার ছিলো না শাকিবের।  

এদিকে শাকিব-অপু দ্বন্দ্বের অবসান হবে মনে করা হলেও লাইভে শাকিবের কাছ থেকে তেমন ‘ফলপ্রসূ’ বক্তব্য পাননি অপু বা দর্শক। উপরন্তু তিনি অপুর সমালোচনা ও বুবলীর প্রশংসা করেছেন। দু’দিন ধরে চলা ‘অসংলগ্ন’ বক্তেব্যের ধারাবাহিকতা রেখেছিলেন লাইভেও।  

শাকিব খানশাকিবের নানামুখী বক্তব্য-মন্তব্য নিয়ে এখন ফেসবুক সরগরম। আগের দিন সন্তানসহ লাইভে এসে দেশবাসীর সহানুভূতি পেয়েছেন অপু বিশ্বাস। অব্যবহিত পরে ‘বিতর্কিত’ বক্তব্য দিয়ে শাকিব নতুন সমালোচনার জন্ম দেন। পরে ‘স্ত্রীকেও মেনে নিচ্ছি’ বলে সাধুবাদ পেলেও শাকিব শেষবার বিতর্কিত হলেন লাইভে গিয়ে। সব মিলিয়ে সময়টা ‘সুপারস্টার’ শাকিব খানের অনুকূলে নেই।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।