ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভের চোখে ‘সুপারস্টার’ রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
অমিতাভের চোখে ‘সুপারস্টার’ রণবীর অমিতাভ বচ্চন ও রণবীর কাপুর (ছবি: সংগৃহীত)

কিংবদন্তি অভিনেতা এক জুনিয়র শিল্পীকে ‘সুপারস্টার’ বলে সম্বোধন করলেন। আলোচিত এই তারকারা হলেন অমিতাভ বচ্চন ও রণবীর কাপুর।

রণবীর কাপুরকে ‘সুপারস্টার’ হিসেবেই দেখছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি ৭৪ বছর বয়সী এই অভিনেতা টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন।

যেখানে দেখা যাচ্ছে, শশী কাপুর, মা নীতু কাপুর ও বোন ঋদ্ধিমা কাপুরের সঙ্গে দাঁড়িয়ে আছেন রণবীর কাপুর। এর ক্যাপশনে ‘শোলে’খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘যে চোখটি আমাকে ঘুরে দেখছে তিনি আজকের সুপারস্টার! রণবীর কাপুর, কি অসাধারণ অভিনেতা!’    

ক’দিন আগে করণ জোহর প্রযোজিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অমিতাভ বচ্চনের পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন রণবীর। এ কারণে অ্যাশ ও রণবীরের ওপর কিছুটা নারাজ ছিলো গোটা বচ্চন পরিবার। অমিতাভের নতুন মন্তব্যে সেই রেশ কেটে গেছে বলেই মনে হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।