ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বুড়িয়ে গেছেন সঞ্জয় দত্ত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বুড়িয়ে গেছেন সঞ্জয় দত্ত! সঞ্জয় দত্তের বৃদ্ধ রূপে রণবীর কাপুর (ছবি: সংগৃহীত)

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ‘দত্ত’ তৈরি করছেন রাজকুমার হিরানী। এতে সঞ্জয়ের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে। জানুয়ারিতে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘আজব প্রেম কি গজব কাহিনী’খ্যাত এই অভিনেতার সঞ্জয়রূপী বেশ কয়েকটি স্থিরচিত্র ফাঁস হয়েছে। এবার আরও কিছু ছবি ঘুরপাক খাচ্ছে অর্ন্তজাল দুনিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে, বড় চুল, সাদা-কালো দাঁড়ি ও গোঁফ রেখেছেন রণবীর। ধারনা করা হচ্ছে, বয়স্ক সঞ্জয়ের এমনই রূপ থাকবে ছবিতে।

‘দত্ত’ ছবির শুটিং সেটছবিতে রণবীরকে সঞ্জয় দত্তের জীবনের তিন পর্যায়ের চরিত্রে দেখা যাবে। তাই তার মতো শারীরিক গঠন তৈরি করতে ১৩ কেজি ওজন বাড়িয়েছেন বলিউডের এই অভিনেতা।

রণবীরের পাশাপাশি ছবিতে আরও রয়েছেন আনুশকা শর্মা, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়াল। বড়দিন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।