ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পার সঙ্গে প্রমীর বৈশাখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বাপ্পার সঙ্গে প্রমীর বৈশাখ ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সুরে গান গেয়ে পরিচিতি পেয়েছেন অনেকেই। এই তালিকায় যুক্ত হলেন ফারিয়া প্রমী। বাপ্পার সঙ্গে কণ্ঠও মিলিয়েছেন এই তরুনী। প্রমীর জন্য এই বৈশাখ তাই স্মরণীয়।  

‘মনে পড়ে তারা ঝলমলে সেই রাত/তোমার হাতে ছিলো আমার হাত/জোছনার গল্পে কেটেছে সময়/সুনীলের কবিতায় প্রথম পরিচয়/তারপর কেটে গেছে কতো না প্রহর/নষ্ট নীড়ে শুধু জমে কষ্টবাসর…’— এমন কথার গানটি লিখেছেন মিজানুর রহমান সামী। সুর ও সংগীত বাপ্পার।

 

সম্প্রতি অনলাইন মিউজিক শপ ই-টিউনসের ব্যানারে প্রকাশ হয়েছে বাপ্পা মজুমদার ও প্রমীর গাওয়া ‘কষ্টবাসর’ গান ও ভিডিও। এটি তৈরি করেছেন ইমরান কবির হিমেল।  

* বাপ্পা ও প্রমীর গাওয়া ‘কষ্টবাসর’-এর ভিডিও:

 বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।