ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভক্তদের অনুরোধে ফেসবুকে দীলিপ কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ভক্তদের অনুরোধে ফেসবুকে দীলিপ কুমার সায়রা বানু ও দীলিপ কুমার (ছবি: সংগৃহীত)

অবশেষে ভক্তদের অনুরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট খুললেন কিংবদন্তী অভিনেতা দীলিপ কুমার। মজার ব্যাপার হলো, ফেসবুক অ্যাকাউন্ট খোলার কিছুক্ষণ পর স্ত্রী সায়রা বানুর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী মিলে চা খাচ্ছেন। এর ক্যাপশনে বর্ষীয়ান এই অভিনেতা লিখেছেন, ‘স্ত্রী সায়রা বানুকে নিয়ে বিকেলের চায়ের আনন্দ নিচ্ছি।’

বুধবার (১২ এপ্রিল) ফেসবুকে আগমন প্রসঙ্গে ‘মুঘল-এ-আজম’খ্যাত এই তারকা টুইটারে লিখেছেন, ‘আপনাদের ইচ্ছায় আজ থেকে আমি ফেসবুক অ্যাকাউন্ট চালু করলাম। ’

মঙ্গলবার (১১ এপ্রিল) একটি সুখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন ৯৪ বছর বয়সী এই অভিনেতা।

সেটি হলো- ‘লিভিং লিজেন্ড লাইফটাইম অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে দীলিপ কুমারের ভাষ্য, ‘আল্লাহ সত্যি দয়ালু। পাঞ্জাব এসোসিয়েশনের পক্ষ থেকে লিভিং লিজেন্ড লাইফটাইম অ্যাওয়ার্ড গ্রহণ করে সম্মানিত বোধ করছি। ’

দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী ছবিতে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।

গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।