ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব খান হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
শাকিব খান হাসপাতালে ভর্তি শাকিব খান, ছবি: বাংলানিউজ

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্মাতা শামীম আহাম্মেদ রনী বাংলানিউজকে জানান, আগে থেকেই লিভারের সমস্যায় ভুগছিলেন শাকিব খান। এর মধ্যে যোগ হয়েছে কয়েকদিনের মানসিক চাপ, অনিয়ম।

সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান।

ক’দিন ধরে শাকিব খান-অপু বিশ্বাসের দ্বন্দ্ব নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। শাকিবের নানামুখী বক্তব্যে সমালোচনা তৈরি হয়।  

এদিকে শাকিব খান অসুস্থ হয়ে পড়ায় ‘রংবাজ’ ছবির কাজ ঝুলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৪ এপ্রিল) মহরতের মাধ্যমে এর দৃশ্যধারণ হওয়ার কথা। ছবিটিতে শাকিবের নায়িকা বুবলী শবনম।  

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।