ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বৈশাখে সঞ্জয়ের সুরে ইলিয়াসের 'নীল নয়ন'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বৈশাখে সঞ্জয়ের সুরে ইলিয়াসের 'নীল নয়ন' সঞ্জয় ও ইলিয়াস

ভালোবাসা দিবসে বাজিমাত করেছেন কণ্ঠশিল্পী ইলিয়াস। তার গাওয়া 'শোন একটা কথা বলি' গানের মিউজিক ভিডিও ছিল সুপারহিট। এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন সাড়ে ৭ লাখ দর্শকশ্রোতা। যার রেশ এখনো কাটেনি। এসব পুরনো না হতেই নতুন খবর এলো। ইলিয়াস নতুন একটি গানে কণ্ঠ দিলেন।

‘আড়ালে-আড়ালে এখনো হারালে/আড়ালে-আড়ালে কখনো দাঁড়ালে/তুমি আসো তখন-নীল নয়ন’ শীর্ষক মাহতাব হোসেনের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইলিয়াস। নতুন এই গানটি সুর করেছেন তরুণ সুরকার সঞ্জয়।

গানের সংগীত আয়োজন করেছেন রেজওয়ান শেখ। মঙ্গলবার রাতে ধানমন্ডির একটি স্টুডিওতে কণ্ঠ ধারণ করা হয়।

নতুন এই গান প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘আশা করছি আরো একটি ভালো গান উপহার দিতে যাচ্ছি। বলা যায় দারুণ একটি কাজ করলাম। নতুন উদীয়মান সুরকার সঞ্জয়। সে ভালো সুর করেছে। গানটি গাইতেও বেশ আনন্দ লেগেছে। এটা নিঃসন্দেহে কানে লেগে থাকার মতো একটি গান হবে বলে আমার বিশ্বাস।  

মাহতাব হোসেন বলেন, কাজটি বেশ ভালো হয়েছে। সবকিছু মিলিয়ে পাবলিক রেসপন্স বলবে আমরা কেমন কাজ করেছি। তবে আমার ধারণা ভালো একটি কাজ উপহার দিতে পেরেছি। সুর-কথা-কণ্ঠ মিলে একটি দারুণ কম্বিনেশন হয়েছে। কথা গানের ওপর খেলানোর চেষ্টা করেছি, শ্রোতারা বলবে কেমন হয়েছে।

বৈশাখের গানটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে মুক্তি পাবে। যে কেউ ইউটিউবে সাউন্ডটেকের চ্যানেলে ভিডিওটি দেখতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।