ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাসির রানী কঙ্গনা হাজির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
জাসির রানী কঙ্গনা হাজির কঙ্গনা রনৌত (ছবি: সংগৃহীত)

ব্রিটিশদের হাত থেকে ভারত রক্ষা করতে খুব শিগগিরই জাসির রানী হাজির হচ্ছেন কঙ্গনা রনৌত। তবে সেটি বাস্তবে নয়, রূপালি পর্দায়। রানী লক্ষ্ণীবাঈয়ের জীবনী নিয়ে তৈরি ‘মনিকরনিকা: দ্য কুইন অব জাসি’ ছবিতে এমন চরিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে।

তবে রানী লক্ষ্ণীবাঈ রূপে ‘কুইন’খ্যাত এই তারকাকে কেমন দেখাবে তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিলো ভক্তদের মধ্যে। অবশেষে তা শেষ হলো।

লক্ষ্ণীবাঈ রূপে হাজির হয়েছেন কঙ্গনা।

সম্প্রতি অর্ন্তজাল দুনিয়ায় কঙ্গনার একটি স্কেচ ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে, ছোট চুল, মাথায় পাগড়ি, নাকে নাকচাবি, কপালে তুরবান (টিপ) ও কানে দুল পড়ে সাজগোজ করে রয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

‘মনিকরনিকা: দ্য কুইন অব জাসি’ পরিচালনা করছেন রাধা কৃষ্ণ জাগারলামুড়ি। জুনের প্রথম সপ্তাহে এর দৃশ্যধারণ শুরু হবে। এজন্য অশ্ব (ঘোড়া) চালোনার প্রশিক্ষণ নিচ্ছেন কঙ্গনা। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।