ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্লে লিস্ট সাজিয়ে নিন বৈশাখের গানে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
প্লে লিস্ট সাজিয়ে নিন বৈশাখের গানে ছবি: প্রতীকী (সংগৃহীত)

বাঙলা বর্ষবরণের সঙ্গে জরিয়ে আছে গান। ‘এসো হে বৈশাখ’ থেকে শুরু অগনিত সুর তৈরি হয়েছে এই ঋতু-বন্দনায়। ভালো সুর কখনো পুরনো হয় না, হারায় না আবেদন।

তাই নববর্ষের প্রথম দিনটিতে রঙের পরশ লাগে পোশাকে। মনও কী উড়ুউড়ু হয় না বৈশাখের কোনো গানের সুরে! দেখুন তো, আপনার মোবাইল ফোনের প্লে লিস্টে আজ এই গানগুলো আছে কি না—   

 * ‘এসো হে বৈশাখ’:  

* ‘মেলায় যাইরে’: 

* ‘বৈশাখী শুভেচ্ছা’: 

* ‘পহেলা বৈশাখে’: 

* ‘রঙ্গে ভরা বৈশাখ’: 

* ‘বাজে ঢোল বাজে ঢাক’: 

* ‘রঙিলা বৈশাখ’: 

* ‘বৈশাখী রং’

* ‘এলো বৈশাখ’: 

* ‘বৈশাখ এসেছে’: 

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।