ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চোট পেয়েছেন দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
চোট পেয়েছেন দীপিকা দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

একটি কথাই আছে যে, রাতারাতি সফলতা অর্জন করা যায় না। এজন্য কঠোর পরিশ্রম ও চেষ্টা করতে হয়। আর যদি হয় বলিউডের মতো ইন্ডাস্ট্রি তাহলে তো কথাই নেই। কেননা এখানে শীর্ষ তারকার খেতাব অর্জন করতে হলে প্রয়োজন হয় কঠোর পরিশ্রমের।

যেমন ধরে নেওয়া যাক, বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কথা। অভিনয় জগতে পা রাখার পর একটি ছবির দৃশ্যধারণ করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি।

যা এখনও পীড়া দেয় তাকে। এবার একই রকম ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই সুন্দরী এতোদিন ব্যস্ত ছিলেন সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’র দৃশ্যধারণ নিয়ে। কিন্তু তার কাঁধে ও পিঠে ব্যথা হওয়ার কারণে সেটি এখন স্থগিত রয়েছে। শোনা যাচ্ছে, একসঙ্গে অতিরিক্ত ভ্রমণ ও শুটিং করার কারণে এমনটা ঘটেছে। এ কারণে তাকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিতে দীপিকার পাশাপাশি আরও রয়েছেন রণবীর সিং ও শহিদ কাপুর।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।