ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কয়েকবার সারপ্রাইজড হয়েছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
‘কয়েকবার সারপ্রাইজড হয়েছি’ কনা, ছবি: সংগৃহীত

জন্মদিনে (১৫ এপ্রিল) সুন্দর সময় কাটাচ্ছেন জনপ্রিয় গায়িকা কনা। রাত ১২টার পর থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। কনার ভাষায়, ‘এখন পর্যন্ত কয়েকবার সারপ্রাইজড হয়েছি। বন্ধু-বান্ধব আর পরিবার বরাবরের মতো চমকে দিচ্ছে।’

বাংলানিউজের সঙ্গে আলাপে কনা জানান, সব মিলিয়ে দিনটি ভালোই কাটবে বলে মনে হচ্ছে তার। মা-বাবা, বোন, ভাগ্নি আর আর বন্ধুদের নিয়েই কাটবে দিনের পুরোটা সময়।

ফেসবুকে ভক্তদের শুভেচ্ছারও জবাব দিচ্ছেন।  

এদিকে নববর্ষের প্রথম দিনটিও আনন্দে কেটেছে তার। নতুন প্রকাশিত গান-ভিডিওর প্রশংসাও পাচ্ছেন। পৃথক দুটি বৈশাখের গানে তার সহশিল্পী ইমরান ও আকাশ। এর মধ্যে ‘বৈশাখের বিকেল বেলায়’-এর ভিডিও বের হয়েছে। অন্যদিকে জনি হকের কথায় ইমরানের সঙ্গে গাওয়া ‘কথা দাও তুমি’ ও আসিফের সঙ্গে ‘পূজারিনী’ গান দুটির ভিডিও নিয়েও উচ্ছ্বসিত এই গায়িকা। এদিকে বছরের প্রথম দিনে মঞ্চও মাতিয়েছেন তিনি। গেয়েছেন ট্রাস্ট মিলনায়তনে।  

একা একা অনেক বসন্ত কাটিয়েছেন। নতুন জীবনে পা রাখছেন কবে? জন্মদিন ঘিরে এমন প্রশ্নের জবাবে জ্যামিতিক জবাব দিলেন কনা। স্মিত হেসে বললেন, ‘বিয়ের জন্য সবাই এতো বেশি দোয়া করছে যে, বিয়েটা দেরি হয়ে যাচ্ছে। তবে এটা ঠিক, বিয়ে জীবনেরই অংশ, আমিও করবো এটা নিশ্চিত’।

* ‘কথা দাও তুমি’ গানের ভিডিও:

* ‘পূজারিনী’ গানের ভিডিও:  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।