ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চীনে আমিরের ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
চীনে আমিরের ‘দঙ্গল’ ‘দঙ্গল’ ছবির পোস্টার

ছবি মুক্তির জন্য চীন ধীরে ধীরে আমির খানের কাছে একটি শক্তিশালী বাজারে রূপান্তরিত হচ্ছে। এ কারণেই সেখানে নিজের অভিনীত ‘দঙ্গল’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মহাবীর ফোগাতের জীবনী নিয়ে তৈরি ছবিটি আগামী ৫ মে মুক্তি পাবে চীনে।

চীনে ‘দঙ্গল’ মুক্তি দেওয়ার কথা শুনে এরই মধ্যে ছবির পরিচালক নীতেশ তিওয়ারি প্রচারণার কাজে নেমে পড়েছেন। এবার প্রথম নয়, এর আগে আমির খান অভিনীত ‘পিকে’ ও ‘ধুম থ্রি’ মুক্তি পেয়েছিলো চীনে।

যা সেখানে মুক্তিপ্রাপ্ত ভারতের সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির তালিকায় তিন নম্বরে রয়েছে।

এ প্রসঙ্গে আমিরের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘চীনে মিস্টার পারফেকশনিস্টের অসংখ্য ভক্ত রয়েছে। এ কারণে পরিবেশকরা সেখানে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ’

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’-এ আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা ও ফাতেমা সানা শেখ। এছাড়া তার স্ত্রীর চরিত্রে ছিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ সাক্ষী তানওয়ার।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।