ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন কারিশমার প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বিয়ে করলেন কারিশমার প্রাক্তন স্বামী কারিশমা কাপুর, সঞ্জয় কাপুর ও প্রিয়া স্বচ্ছদেব (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া স্বচ্ছদেবকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিল্লিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। যেখানে শুধু পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নিউ ইয়র্কে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

২০১২ সালে নিউ ইয়র্কে প্রথমবার কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয়ের সঙ্গে দেখা হয়েছিলো প্রিয়ার। পাঁচ বছর মন দেওয়া-নেওয়ার পর সাত পাঁকে বাধা পড়লেন তারা।

এদিকে, এটি প্রিয়ার দ্বিতীয় বিয়ে। এর আগে বিক্রম চাটওয়াল নামে এক হোটেল মালিককে বিয়ে করেছিলেন তিনি।

অন্যদিকে, এটি সঞ্জয়ের তৃতীয় বিয়ে। প্রথমে ডিজাইনার নন্দিতা মাহতানিকে, এরপর কারিশমা কাপুরকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু গত বছর জুনে কারিশমার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।