ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সবাইকে ছাড়িয়ে পপি!

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
সবাইকে ছাড়িয়ে পপি! ছবি: বাংলানিউজ

২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার। শুরুর দিকে ‘শরীরসর্বস্ব’ চরিত্র পেলেও, পরে ভেঙেছেন নিজেকে। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনিয়র-জুনিয়র অধিকাংশ নায়িকাই বিয়ে করেছেন,  আলাদা কেবল পপি। 

মৌসুমী ও শাবনূরের পর চলচ্চিত্রে আসা উজ্জ্বল অভিনেত্রীর নাম সাদিয়া পারভীন পপি। ১৯৯৭ সালে তার অভিষেক।

একই সময়ে পর্দায় হাজির হন পূর্ণিমা। মৌসুমী, শাবনূর, পূর্ণিমা ও পপি— এই চারজনের পাশাপাশি প্রথম সারির তালিকায় উঠতে পেরেছেন মাত্র তিনজন নায়িকা। তারা হলেন নিপুন, অপু বিশ্বাস ও মাহি। উল্লিখিত সাত নায়িকার মধ্যে ব্যতিক্রম কেবল পপি। ছয়জনের বিয়ের খবর প্রকাশ্যে এলেও পপি এখনও নিশ্চুপ।

দুই দশকের ক্যারিয়ারে পপির বিয়ের গুঞ্জণ উঠেছে বিশবারেরও বেশি। প্রথমে শাকিল খান ও পরে ব্যবসায়ী, শিল্পপতি, প্রবাসী ব্যক্তিদের নাম এসেছে পপির বরের তালিকায়। কিন্তু কোনো খবরই নিশ্চিত করতে পারেনি গণমাধ্যম। পপিও সব সামলেছেন চৌকস হাতে। কিন্তু ‘অবিবাহিতা ইমেজ’ ধরে রেখেও এখন ‍সুবিধা করতে পারছেন না পপি। এখন তার হাতে নতুন ছবি নেই বললেই চলে। নাটকেও কালেভদ্রে হাজির হচ্ছেন। তবে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে সানন্দে হাজির হন তিনি।  

সবশেষ একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়া এবং ছেড়ে দেওয়া নিয়ে সংবাদের শিরোনামে আসেন পপি। বিষয়টি মামলা পর্যন্ত গড়িয়েছে। পপি এখন ‘উপযুক্ত চিত্রনাট্য ও চরিত্র খুঁজছি’ বললেও তার আর ‘ফিরে আসা’ হবেনা বলেই ধরে নিয়েছেন দর্শক। পপিও কী এমনটা মনে করেন?

বাংলানিউজের সঙ্গে সবশেষ আলাপে পপি জানিয়েছিলেন চূড়ান্ত আলাপ হওয়ার পরও কিছু ছবি থেকে তিনি ‘অদৃশ্য’ কারণে ‘বাদ’ পড়েছেন। এ কারণে শুটিংয়ে যাওয়ার আগে কোনো ঘোষণা দেবেন না ‘কুলি’খ্যাত ‘কুমারী’ এই নায়িকা।  

সহশিল্পীকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। স্বামী ও দুই সন্তান নিয়ে এখন তার সুখের সংসার। অভিনয়েও নিজস্বতা ধরে রেখেছেন মৌসুমী।  

জলঘোলা করে ঘর বাঁধার খবর প্রকাশ করলেন শাবনূর। এখন তিনি এক বাচ্চার মা। অভিনয়ে অনানুষ্ঠানিক ইস্তফা দিয়েছেন তিনি।  

পপি, ছবি: বাংলানিউজপূর্ণিমার বিয়ের খবরও চমক তৈরি করেছিলো চলচ্চিত্রপাড়ায়। তারও সন্তান হয়েছে, অভিনয়ে অনিয়মিত।  

চিত্রনায়িকা নিপুনও বিবাহিতা, সন্তানের মা। ব্যবসার কাজে চলচ্চিত্রে সময় দিচ্ছেন কম।  

গত বছর বিয়ে করে হৈ চৈ ফেলে দেন মাহিয়া মাহি। জোর দিয়ে চেষ্টা করছেন নাম্বার ওয়ান নায়িকার আসনটি পুনরুদ্ধারের। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।  

বিবাহিত চিত্রনায়িকাদের তালিকায় সবশেষ যুক্ত হলো অপু বিশ্বাসের নাম। দীর্ঘ বছর তিনি নাম্বার ওয়ান নায়ককে স্বামীজ্ঞান করলেও ক্যারিয়ারের কথা ভেবে গোপন করেছিলেন। এখন তিনি বাচ্চাসহ ‘অধিকার’ আদায়ের চেষ্টায় যুদ্ধ করছেন।  

আলোচিত এই ছয় নায়িকার ভাগ্যে উত্থান-পতন এসেছে বারবার। তবু সংসার অাগলে রাখার অনন্ত চেষ্টায় তারা। কিন্তু পপি? বিয়ে ‘গোপন’ করে তিনি কী খুব বেশি কিছু পাচ্ছেন?

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসও    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।