ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সহসাই শেষ হচ্ছে না ‘রংবাজ’-এর নাটকীয়তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
সহসাই শেষ হচ্ছে না ‘রংবাজ’-এর নাটকীয়তা শাকিব খান ও বুবলী, ছবি: বাংলানিউজ

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শাকিব গিয়েছিলেন ‘রংবাজ’-এর মহরতে। ১৪ এপ্রিল অানুষ্ঠানিকতার পরপরই অসুস্থ হয়ে পড়েন ছবিটির নায়িকা বুবলী। একদিন চিকিৎসার পর সুস্থ হয়েছেন তিনিও। শুটিংয় শুরু হবে ক’দিন পর। এরপরও সহসা শেষ হচ্ছেনা ‘রংবাজ’-এর নাটকীয়তা।

বাংলানিউজের সঙ্গে আলাপে ছবিটির নির্মাতা শামীম আহাম্মেদ রনী বললেন, ‘১৮ এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে। প্রথমে পাবনা তারপর নাটোরে কাজ হবে।

পরের লটের শুটিং হবে কলকাতায়। গানের দৃশ্যধারণ হবে লন্ডন বা সুইজারল্যান্ডে। ’

‘বসগিরি’র সফল জুটি শাকিব খান ও বুবলীকে নিয়ে রনী শুরু করেছেন ‘রংবাজ’ মিশন। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কলকাতার রজতাভ দত্ত। কাজে যোগ দিতে তিনি আসছেন ২২ এপ্রিল। এটি প্রযোজনা করছে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও বাংলাদেশের রঙরূপ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান।

আর কী কী নাটকীয়তা অপেক্ষা করছে ‘রংবাজ’ ঘিরে, এমন প্রশ্নের জবাবে রনী বললেন, ‘আমাদের ছবির খলনায়ক চরিত্রটি নিয়ে চমক থাকছে। যে কোনো আলোচিত নায়ককে এই চরিত্রে নেওয়া হবে। তিনি হতে পারেন ঢাকা বা কলকাতার কেউ। ’

এই ‘রংবাজ’ ছবিতে শাকিব-বুবলী জুটির নাম দেখেই নাকি ক’দিন আগে দশ মাসের আঁড়াল ভেঙে টেলিভিশন লাইভে চলে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস! স্বামী শাকিবের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন তিনি। একপর্যায়ে স্ত্রী ও সন্তানকে মেনে নিলেও শাকিব শেষপর্যন্ত বুবলীকে নিয়েই ছবিটির কাজ শুরু করছেন। সদ্য মা হওয়া অপু হয়তো ভেবেছিলেন ‘রংবাজ’ দিয়ে প্রত্যাবর্তন হতে পারতো কিংখানের সর্বাধিক ছবির এই নায়িকার!
  
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।