ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম সন্তানকে স্বাগত জানাচ্ছেন যুবরাজ-হ্যাজেল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
প্রথম সন্তানকে স্বাগত জানাচ্ছেন যুবরাজ-হ্যাজেল! যুবরাজ সিং ও হ্যাজেল কিচ (ছবি: সংগৃহীত)

খুব শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন যুবরাজ সিং-হ্যাজেল কিচ দম্পতি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোতে এমনটাই প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয় নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

এ প্রসঙ্গে ‘বডিগার্ড’খ্যাত তারকা হ্যাজেল জানান, ‘দয়া করে এখনই এমন কোনো গুঞ্জন ছড়াবেন না। এটি যখন হওয়ার তখন ঠিকই হবে।

ঠিক যেমনভাবে আমাদের বিয়ে হয়েছে। এটি সম্পূর্ণ নিয়তি। ’

গত বছরের ৩০ নভেম্বর শিখ ও হিন্দু রীতি মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের ক্রিকেটার যুবরাজ সিং ও বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।