ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিন্সের সুরে কেমন মমতাজ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
প্রিন্সের সুরে কেমন মমতাজ? মমতাজ ও প্রিন্স মাহমুদ

‘আমার মনে হয় গানটি ধীরে ধীরে সবার ভালো লাগবে’— নতুন প্রকাশিত একটি গান নিয়ে বাংলানিউজকে এই মন্তব্য করেছেন বিশিষ্ট গীতিকার-সুরকার-সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

ব্যান্ড ও আধুনিক গানের সফল কারিগর প্রিন্স মাহমুদ। কালেভদ্রে কাজ করেছেন চলচ্চিত্রে।

প্লেব্যাকে এবার তার সুরে গেয়েছেন লোক ঘরানার অন্যতম কণ্ঠশিল্পী ফোক সম্রাজ্ঞী মমতাজ। প্রিন্স-মমতাজের প্রথম রসায়ন এটি। ‘ফিরবো না আর ঘরে’ শিরোনামের গানটি ব্যবহার করা হবে মুক্তি প্রতীক্ষিত অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে। এর চিত্রায়ণে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা।  

‘বটের ছায়া, ঘরের দাওয়া, সেই সে পুকুর পাড়/ ভালো থাকিস ভুলে থাকিস, এই আছে বলার’— এমন কথার গানটি লিখেছেন আসিফ ইকবাল। সম্প্রতি জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানের ভিডিও। লোক সুর নয়, মমতাজের কণ্ঠে আধুনিক কথা-সুরের গানটি এরই মধ্যে দৃষ্টি কেড়েছে।

‘ফিরবো না আর ঘরে’গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।