ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়ে নয়, এবার আমিরের প্রেমিকা হবেন তিনি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মেয়ে নয়, এবার আমিরের প্রেমিকা হবেন তিনি! আমির খান ও ফাতেমা সানা শেখ (ছবি: সংগৃহীত)

শিশুশিল্পী হিসেবে ‘চাচী ৪২০’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন ফাতেমা সানা শেখ। এরপর মহাবীর ফোগাতের জীবনী নিয়ে তৈরি ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ে গীতা ফোগাতের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন ফাতেমা।

শোনা যাচ্ছে, আমির খানের পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এর জন্য লুক টেস্ট দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। যার একটি স্থিরচিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

তবে চমকপ্রদ ব্যাপার হলো, এবার আর মেয়ে নয়, মিস্টার পারফেকশনিস্টের প্রেমিকা হবেন তিনি।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’-এ আমিরের প্রেমিকার জন্য প্রথমে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে ভাবা হয়েছিলো। এছাড়া আরও শোনা গিয়েছিলো, শ্রদ্ধা কাপুর, কৃতি স্যানন, ও সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের নামও।

ছবিতে আরও অভিনয় করবেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।