ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিককে নিয়ে পার্টি করছেন মালাইকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
প্রেমিককে নিয়ে পার্টি করছেন মালাইকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুর (ছবি: সংগৃহীত)

বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা অরোরার মন দেওয়া-নেওয়া গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এক পার্টিতে দু’জনকে একসঙ্গে দেখার পর সে গুঞ্জন আরও জোরালো হলো।

রোববার (১৬ এপ্রিল) লাইফস্টাল ব্র্যান্ড ‘দ্য লেবেল লাইফ’-এর প্রতিষ্ঠাতা প্রীতা সুখতানকারের জন্মদিনে উপস্থিত ছিলেন মালাইকা। কেননা এই ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা তিনি।

আর সেই একই অনুষ্ঠানে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীর কথিত প্রেমিক অর্জুন কাপুরকে। তবে অনুষ্ঠানে যতোটা সম্ভব একে অপরকে এড়িয়ে চলেছেন তারা।

গত বছর স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। এরপর থেকেই অর্জুনের সঙ্গে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শুরু হয়। কিন্তু এসব তথ্যকে মিথ্যা বলে এক সংবাদ সম্মেলনে মালাইকা বলেছিলেন, ‘অর্জুন এবং আমি শুধু বন্ধু। কিন্তু সাধারণ মানুষ এটিকে অন্য কিছু মনে করছেন। ’  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।