ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফ্রান্সে গিয়ে কাকে লুঙ্গি ড্যান্স শেখালেন শাহরুখ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ফ্রান্সে গিয়ে কাকে লুঙ্গি ড্যান্স শেখালেন শাহরুখ? শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

শুক্রবার ‘স্যান ফ্রানসিস্কো ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ৬০তম আসরে হাজির হয়েছিলেন শাহরুখ খান। আর সেখানেই প্রযোজক ব্রেট র‌্যাটনারকে ‘লুঙ্গি ড্যান্স’ শেখালেন বলিউডের এই সুপারস্টার। যে ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে অর্ন্তজাল দুনিয়ায়।

ব্রেট র‌্যাটনার হলিউডের নামী প্রযোজকদের মধ্যে একজন। তার ঝুলিতে রয়েছে ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ ও ‘রাশ আওয়ার’-এর মতো ব্লকবাস্টার ছবি।

শাহরুখ খান ও ব্রেট র‌্যাটনারঅনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে কিং খানকে। এছাড়া ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকার প্রসংশায় পঞ্চমুখ হয়ে ব্রেট র‌্যাটনার জানান, হলিউড অভিনেতা জ্যাকি চান, দ্য রক, টম হ্যাঙ্কস ও টম ক্রুজের সম্মিলিত রূপ হলেন শাহরুখ খান।

শাহরুখ খান ও ব্রেট র‌্যাটনারের লুঙ্গি ড্যান্সের ভিডিও:

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।