ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রাক্তন স্বামীর দেখাদেখি বিয়ে করছেন কারিশমা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
প্রাক্তন স্বামীর দেখাদেখি বিয়ে করছেন কারিশমা! কারিশমা কাপুর (ছবি: সংগৃহীত)

দু’দিন আগে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া স্বচ্ছদেবের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। এবার নিজেও বিয়ে করার পরিকল্পনা করছেন বলিউডের এই অভিনেত্রী।

ব্যবাসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে ‘বিবি নাম্বার ওয়ান’খ্যাত এই অভিনেত্রীর। কিন্তু সন্দিপের প্রথম স্ত্রী ড. আশ্রিতা তাকে তালাক না দেওয়ায় বিয়ে করতে পারছিলেন না কারিশমা-সন্দিপ জুটি।

চমকপ্রদ ব্যাপার হলো, এক মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকার পর এবার সন্দীপকে তালাক দেওয়ার সম্মতি জানিয়েছেন আশ্রিতা। এ জন্য তাকে দুই কোটি রুটি এবং দিল্লিতে একটি বাড়ি দেওয়া হচ্ছে। এছাড়া সন্দিপের দুই মেয়ের প্রত্যেকতে তিন কোটি রুপি করে দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

এ প্রসঙ্গে সন্দিপের আইনজীবী তোবান ইরানি জানান, ‘মানসিক রোগে ভুগছেন ড. আশ্রিতা। ফলে দিন দিন আক্রমনাত্মক হয়ে যাচ্ছেন তিনি। এমনকি আমাদের কাছে চিকিৎসকদের সনদপত্র রয়েছে। যেখানে তার এই রোগের কথা উল্লেখ রয়েছে। এ কারণে আমার মক্কেল তার সঙ্গে সংসারের ইতি টানতে চাইছেন। ’

এদিকে, রোববার (১৬ এপ্রিল) প্রেমিকের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন কারিশমা কাপুর। যেখানে তাদের সঙ্গে আরও ছিলেন, অম্রিতা আরোরা লাদাক-শাকিল লাদাক দম্পতি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।