ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেম মানেনা বাবার নিষেধ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
প্রেম মানেনা বাবার নিষেধ! শক্তি কাপুর, ফারহান আখতার ও শ্রদ্ধা কাপুর (ছবি: সংগৃহীত)

ধীরে ধীরে পাকাপোক্ত হচ্ছে ফারহান আখতার ও শ্রদ্ধা কাপুরের প্রেমের সম্পর্ক। এ কারণেই তো বাবার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রেমিকের সঙ্গে দেখা তার বাড়িতে ছুটে গেলেন শ্রদ্ধা।

শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে বান্দ্রায় অবস্থিত ফারহানের বাড়িতে গিয়েছেন ‘আশিকি টু’খ্যাত এই তারকা। যেখানে রাত আড়াইটা পর্যন্ত ছিলেন তিনি।

 

এদিকে, ফারহানের সঙ্গে শ্রদ্ধার কোনো সম্পর্ক তৈরি হোক তা মোটেও চান না বাবা শক্তিমান অভিনেতা শক্তি কাপুর। কেননা বর্ষীয়ান এই শিল্পীর বিশ্বাস, তার মেয়ে এর থেকে ভালো কিছু পেতে পারে।

অন্যদিকে, কিছুদিন আগে স্ত্রী অধুনা ভবানীকে তালাক দিয়েছেন ফারহান আখতার। এ ছাড়া প্রাক্তন এই দম্পতির দুটি মেয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।