ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘যেখানে সীমান্ত তোমার’ জুটির শেষ ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
‘যেখানে সীমান্ত তোমার’ জুটির শেষ ছবি কুমার বিশ্বজিৎ ও লাকী আখন্দ (ছবি: সংগৃহীত)

লাকী আখন্দের সুরে গান গেয়ে খ্যাতি পেয়েছিলেন কুমার বিশ্বজিৎ। ১৯৭৭ সালে রেকর্ড হয়েছিলো বিখ্যাত সেই গানটি। গানটি হলো ‘যেখানে সীমান্ত তোমার’। প্রিয় সুরকারের মৃত্যুতে শোকাহত কুমার বিশ্বজিৎ।

লাকী আখন্দ দীর্ঘদিন রোগে ভোগে ২১ এপ্রিল সন্ধ্যায় হার মানলেন মৃত্যুর কাছে। অসুস্থার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে লাকীকে দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ।

তখন বেশ কিছু ছবি তুলেছিলেন সঙ্গীরা। বিশ্বজিৎ ভাবেননি এটিই হবে শেষ দেখা, শেষ ছবি!

কুমার বিশ্বজিৎ ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘…গানটি আমাকে নতুন জীবন দিয়েছিলো। বাংলাদেশের সংগীতাঙ্গনে আপনার অবদান কেউ ভুলবে না। আমাদের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন। ’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭ 
এসও  

লাকীর মৃত্যুতে ফেসবুক যেন শোকবই
‘তার কাছে কতো কিছু যে শিখেছি’
লাকী আখন্দের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘আমায় ডেকো না ফেরানো যাবে না’র লাকী আখন্দ না ফেরার দেশে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।